মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুরে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় শহরের পৌরসভার সামনে থেকে মিছিল করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় পৌরসভার সামনে এবং এবং বড়বাজারের বিভিন্ন গলি পথ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তাজউদ্দীন খাঁন, আবুল হোসেন (৪৭), জিনিয়াস ল্যারটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল-আমিন ইসলাম বকুল (৩২), আব্দুল মজিদ (৪০), আসাদুল (৪৫), রহিদুল (২১), বিপ্লব (২৫), জসিম উদ্দীন (২৪), রহিদুল (২৩), হাফেজ মাসুদ রানা (২৩), বাবুল হোসেন (৪৫), আব্দুল বারি (৪৫), হোসেন (৪০), মোরসালিন (২০), মোকাদ্দেস (৪০), ওয়ারেস (২৭), আব্দুল কুদ্দুস (৪০), আশরাফুল (২৮), আসাদুল (২৮)। মেহেরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, পৌরসভার সামনে থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করবে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। আইন শৃঙ্খলার অবনতির আশংকায় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তাজউদ্দীন খাঁন সহ জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।