আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ে এস এস সি ফরম পুরনে .অতিরিক্ত   ফি আদায়ের প্রতিবাদে ছাত্র -ছাত্রীদের  বিক্ষোভ -পরীক্ষার ফি ৭০০টাকা কমালো

আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ে এস এস সি ফরম পুরনে .অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছাত্র -ছাত্রীদের বিক্ষোভ -পরীক্ষার ফি ৭০০টাকা কমালো

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়ে ২০১৩ সালের এস এস সি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরোনের জন্য. শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল এস এস সি পরিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিক্ষোভ ও প্রতিবাদ করে। জানা যায়-আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এস এস সি পরিক্ষার্থীর নিকট থেকে মানবিক বিভাগে ৩১০০ ও বিজ্ঞান বিভাগে ৩২০০ টাকা পর্যন্ত আদায় করছে। বোর্ড নির্ধারিত বিষয় ওয়ারী ফিস ৬৫ টাকা করে ৬৫০ টাকা কেন্দ্র ফিস ২৫০ টাকা সার্টিফিকেট বাবদ ১০০ টাকা নম্বর ফর্দ বাবদ ৩৫ টাকা জমা দিতে হবে সেখানে অতিরিক্ত টাকা ফরম পুরন করতে নেওয়াই অভিভাবক মহল ফুসে উঠে । সরকার শিক্ষা বোর্ড নির্ধারিত বিষয় ওয়ারী ফিস নেওয়ার পরিপত্র দিলেও কাঁচ কলা দেখিয়ে স্কুল কতৃপক্ষ বেশী টাকা আদায় করতে গেলে ছাত্র –ছাত্রী অভিভাবক মহল একত্র হয়ে প্রথমে আমঝুপি সরকারী প্রাইমারী স্কুল মাঠে সমবেত হয় । অতপরঃ বিক্ষাভ মিছিল সহকারে প্রধান সড়ক হয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে । এ সময় লিখিত স্মারকলিপি ছাত্র –ছাত্রী অভিভাবক মহলের পক্ষ থেকে আবিদ হাসান টুটুল প্রধান শিক্ষকের নিকট জমা দেন । কয়েক ঘন্টা পর স্কুল কর্তৃপক্ষ ছাত্র –ছাত্রী অভিভাবক মহলের চাপে ৭০০টাকা কমালে পরিস্থিতি শান্ত হয় । পূর্বের ১২ জনের টাকা ফেরত দেবে বলে স্কুল কর্তৃপক্ষ জানান । তবে কোন ছাত্র ছাত্রীকে টাকা আদায়ের রশিদ দেওয়া হয়নি । রশিদ পরে দিতে চাইলে ছাত্র ছাত্রীদের মাঝে মিশ্রপ্রতি ক্রিয়া দেখাযায়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসার নির্দেশ অনুযায়ী ৩১০০ ও ৩২০০ টাকা অদায় করা হচেছ বলে জানান । তবে তাৎক্ষনিক মোবাইলে যোগাযোগ করে উপজেলা শিক্ষা অফিসারকে পাওয়া যাইনি

মেহেরপুর সংবাদ