মহান ২১শে ফেব্র“য়ারী -আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের আমঝুপিতে ৩ দিন ব্যাপী শিক্ষা মেলা

মহান ২১শে ফেব্র“য়ারী -আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের আমঝুপিতে ৩ দিন ব্যাপী শিক্ষা মেলা

OLYMPUS DIGITAL CAMERAএম জাহিদ আমাদের মেহেরপুর ডট কম ঃ মহান ২১শে ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আমঝুপি ইউনিয়ন পরিষদের ও গণস্বাক্ষকরতা সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটিএডুকেশন ওয়াচ ‘র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিন ব্যাপী শিক্ষা মেলা । আজ সকালOLYMPUS DIGITAL CAMERA ১০টা ৩০ মিনিটের সময় মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেমায়েত হোসেন ফিতা কেটে এ মেলার উদ্ভবোধন করেন । মহান ২১ শে ফেব্রয়ারী– আন্তজাতিক মাতৃভাষার ও শিক্ষা মেলার তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয় । অলোচনা অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ  এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন মেহরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত হোসেন । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বোরহানউদ্দিন (চুন্নু), মানব উন্নয়ন (মউক) এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহরপুর জেলা শাখার সভাপতি নাজমূল হোসেন লিটন, দফপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সাদ আহম্মেদ ও কমিউনিটি এডুকেশন ওয়াচ   সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী পরিচালক আসদুজ্জামান সেলিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ শিক্ষা মেলা অত্র এলাকার ছাত্র ছাত্রীও শিক্ষিত সমাাজের জ্ঞান অর্জনে সহয়াক ভুমিকা পালন করবে। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখন। এ ধরনর শিক্ষা মেলা আয়োজন করায় মেলার আয়োজক মানব উন্নয়ন কেন্দ্র (মউক),কমিউনিটি এডুকেশন ওয়াচ  ও আমঝুপি ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান।
অন্যান্য মেহেরপুর সংবাদ