হরতালের কারনে মেহেরপুরে শতাধিক চাষীর বাঁধা কপি রাস্তায় পচে নষ্ট।চাষীর মাথায় হাত–৫ লক্ষাধিক টাকার ক্ষতি

হরতালের কারনে মেহেরপুরে শতাধিক চাষীর বাঁধা কপি রাস্তায় পচে নষ্ট।চাষীর মাথায় হাত–৫ লক্ষাধিক টাকার ক্ষতি

Badha copyনয়ন, আমাদের মেহেরপুর ডট কম ঃ টানা দুই দিনের দেশব্যাপি আহুত হরতালের কারনে খুলনা বিভাগের সর্ববৃহত কাচা বাজার মেহেরপুর বড় বাজারের তহবাজার থেকে শাক সবজি দেশের বিভিন্ন স্থানে পৌছানোর উদ্যেশে ট্রাক যোগে যাবার জন্য রওনা হলেও হরতালের কারনে মেহেরপুর ছেড়ে যেতে পারেনি, এতে জেলার দুই শতাধিক কপি চাষীর ৪১ হাজার পিচ বাঁধা কপি পচে নষ্ট হয়ে মেহেরপুরের রাস্তায় পড়ে আছে। এর ফলে চাষীদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে চাষিরা জানিয়েছে।এব্যাপারে সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাঁধা কপি চাষী মামন রেজা জানান,তার দুই বিঘা জমিতে বাঁধা কপি আবাদের পর বিক্রয়ের উদ্যেশে ঢাকা নিয়ে যাবার জন্য ট্রাক বোঝায় করি ,কিন্তু হরতালের কারনে পরিবহন বন্ধ থাকায় আমার সহ অনেক কপি চাষীর ট্রাক বোঝ্য়া কপি রাস্তায় পরে পচে নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষতি সহ পথে বসার উপক্রম হয়েছে।

অন্যান্য মেহেরপুর সংবাদ