মেহেরপুরের কৃতি সন্তান সাংবাদিক কাজী সোহাগ সংবাদ সংগ্রহে জাতীসংঘে।

মেহেরপুরের কৃতি সন্তান সাংবাদিক কাজী সোহাগ সংবাদ সংগ্রহে জাতীসংঘে।

p-5৬৮ তম সাধারণ অধিবেশনে পেশাগত দ্বায়িত্ব পালন করতে জাতীসংঘে গিয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি‘র কৃতি সন্তান কাজী সোহাগ। মঙ্গলবার ভোরে কাজী সোহাগ ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্য রওনা হন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে যোগ দিয়েছেন। কাজী সোহাগ আমঝুপি‘র সোহরাব হোসেনের পুত্র। সাংবাদিকতার জীবনে কাজী সোহাগ নেপালের নির্বাচন, ভারতের দার্জিলিং নিয়ে রাজনৈতিক সংকট, মালোশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের অবস্থা, থাইল্যান্ড ও ভুটানের পর্যটন পরিস্থিাত নিয়ে রিপোর্ট কভার করেছেন। তিনি এছাড়া দেশের রাজনৈতিক , পর্যটন,ও জাতীয় ইসু নিয়ে দক্ষতার সাথে রিপোর্ট কভার করেছেন। কাজী সোহাগ কুষ্টিয়া সরকারী কলেজ থেকে অর্থনিতিতে অর্নাস ও পরবর্তীতে ঢাকায় বেসরকারী প্রাইম ইউনিভার্সিটি থেকে এম বি এ ড্রিগ্রি নিয়েছেন। কুষ্টিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যেমিকে অধ্যয়নরত অবস্থায় তিনি দৈনিক শিকল পত্রিকার মাধ্যেমে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর ঢাকায় পাক্ষিক তারালোকে ও সর্বশেষ বহুল প্রচারিত দৈনিক মানবজমিন সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন
অন্যান্য মেহেরপুর সংবাদ