মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল স্টেডিয়ামের উদ্বোধন করলেন —–মাননীয় ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেল

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল স্টেডিয়ামের উদ্বোধন করলেন —–মাননীয় ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেল

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল স্টেডিয়ামের উদ্বোধন করলেন মাননীয় ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেল

মেহেরপুর সদর উপজেল ার আমঝুপি হাই স্কুল মাঠে প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণ করা হবে।এ কাজের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল । সারা বাংলাদেশে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন দোদুল মেহেরপুরে আরো একটি ইনডোর স্টেডিয়াম শহরের পাশে পুলিশ লাইনের কাছে নির্মাণ করা হবে বলে সভায় উল্লেখ করেন। বাংলাদেশের প্রথম রাজধানী ও মেহেরপুরর মুজিবনগর নামকরণের মধ্য দিয়ে প্রবাসী সরকার প্রথম গঠিত হয় এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে বলে উল্লেখ করেন রেল লাইনের কাজ ২০১১ সালে প্রধানমন্ত্রী ঘোষণা করলেও আজও শুরু হয়নি তবে দ্রুত এ কাজ শুরু হবে বলে জানান এবং চেকপোস্ট দ্রুত কার্যকর ভূমিকা পালন করবে বলে মন্ত্রী মহোদয় তার বক্তৃতায় উল্লেখ করেন।

অন্যান্য খেলাধূলা জেলার সংবাদ বাংলাদেশ সর্বশেষ