মেহেরপুরের আমঝুপিতে একুশে শিক্ষা মেলার নামে  হিন্দী গান ও নৃত্যের মধ্যে দিয়ে শেষ হল শিক্ষা মেলা  —  সচেতন সমাজের  মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

মেহেরপুরের আমঝুপিতে একুশে শিক্ষা মেলার নামে হিন্দী গান ও নৃত্যের মধ্যে দিয়ে শেষ হল শিক্ষা মেলা — সচেতন সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রাথমিক বিদ্যালয়ে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে অনুষ্ঠিত ৩ দন ব্যাপী একুশে শিক্ষা মেলার গত ২১ শে ফেব্রয়ারী থেকে শুরু হওয়া মেলায় প্রOLYMPUS DIGITAL CAMERAতিদিন চলত হিন্দী গান ও নৃত্যে। প্রশাসনের কমৃকর্তারা এ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তা সত্তেও মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মূলক গান, কবিতা আবৃত্তি পরিবেশন না করে বাঙ্গালী সংস্কৃতিকে পাশ কাটিয়ে বিদেশী সাংস্কৃতির গান নৃত্য পরিবেশন করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মউকের সুবিধাভোগী কিছু ব্যক্তির প্ররোচনায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন বাঙ্গালী চেতনার প্রতি আঘাত হেনেছে বলে মনে করে এলাকাবাসী । অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর সরকারী কলেজের শিক্ষক বলেন ভাষা শহীদ দিবসের আজকের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে শিক্ষা মেলার নামে বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে এ ধরনের আয়াজনকে ধিক্কার জানাই। সাংস্কৃতিক কর্মী আসলাম হোসেন বলেন একুশের এই দিনে একুশের চেতনাকে বাদ দিয়ে বিদেশী সংস্কৃতির গান ও নৃত্য পরিবেশন করায় কমোল মতি শিশু শিক্ষার্থীদের একুশের চেতনা বিকাশকে বাধা গ্রস্থ করবে।
উল্লেখ্য -ইতিপূর্বে শিল্পকলা একাডেমীতে শহীদ বুদ্ধিজীবি দিবসের এক অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে আনন্দ উৎসব করার জন্য তীব্র প্রতিবাদ করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেছিলেন সম্মিলিত নাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও উদীচীর সভাপতি অ্যাডভকেট ইব্রাহিম শাহিন । বিজ্ঞ মহল মনে করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রজন্ম চত্বরের চেতনায় উদ্ধুবুদ্দ হয়ে বাঙ্গালীর লালিত এ চেতনাকে কি শ্রদ্ধা জানাতে পারবে না এ ধরনের এন জিও সংগঠন ।

অন্যান্য