শিবিরের তাণ্ডব, দর্শক পুলিশ

শিবিরের তাণ্ডব, দর্শক পুলিশ

ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে ধেয়ে আসছে কয়েকশ শিবিরকর্মী। তাদের কিছুটা পেছনে জনা ত্রিশেক পুলিশ। শিবিরকর্মীরা একের পর এক গাড়ি ভাঙছে। আর নিস্ক্রিয় পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে দর্শকের ভূমিকায়।
সোনারগাঁ মোড়ে এসে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সার্জেন্টের মাথা ফাটিয়ে দিলো শিবিরকর্মীরা। জ্বালিয়ে দিলো তাঁর মোটরসাইকেল। তবুও দর্শক পুলিশ। শিবিরকর্মীরা চলে যাওয়ার বিশ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি এলো। আহত সার্জেন্ট আজিজুল ইসলামকে নেওয়া হল হাসপাতালের পথে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এমনই ছিলো রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও মোড়ের দৃশ্য। এ সময় ওই এলাকায় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলেন , বিকাল সাড়ে চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা ফার্মগেট এলাকায় একটি মিছিল বের করে। সেখানে আওয়ামী লীগ-ছাত্রলীগের কিছু কর্মী প্রতিরোধ করার চেষ্টা করলেও শিবিরের হামলায় তারা চলে যায়। এরপর শিবিরকর্মীরা এগুতে থাকে কারওয়ান বাজারের দিকে। এটিএন নিউজের সামনে থাকা তিনটি মাইক্রোবাস তারা ভাঙচুর করে। এরপর কারওয়ানবাজার প্রজাপতি গুহার (আন্ডারপাস) মুখে এসে রাস্তায় এসে আগুন ধরায় তারা। এরপর সোনারগাঁয়ের মোড়ে থাকা এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয় তারা।

বাংলাদেশ