মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

p-488নয়ন আমাদের মেহেরপুর ডট কম ঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে “১৫০ বছরে মানবিক কার্যক্রম” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য রয়েছে, বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা। বুধবার সকাল সোয়া ৯ টায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের র‌্যালী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য ও মেহেরপুর ইউনিটের সেক্রেটারী এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল,নির্বাহী কমিটির সদস্য আশকার আলী,মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, ইউনিট লেভেল কর্মকর্তা জিয়াউল আহসান, যুব সদস্যবৃন্দ,স্কুল কলেজের ছেলেমেয়ে,শিক্ষক সহ সকল পেশার মানুষ অংশগ্রহণ করে।
র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা,মেহেরপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল,নির্বাহী সদস্য মো: আশকার আলী প্রমুখ।
মেহেরপুর সংবাদ