সাভার ট্রাজেডি–সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় একজনের লাশ উদ্ধার হলেও ১৪ দিনেও সন্ধান হয়নী মেহেরপুরের ৬ গার্মেন্টস শ্রমিকের।

সাভার ট্রাজেডি–সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় একজনের লাশ উদ্ধার হলেও ১৪ দিনেও সন্ধান হয়নী মেহেরপুরের ৬ গার্মেন্টস শ্রমিকের।

52121_amitফারুক আহমেদ,আমাদের মেহেরপুর ডট কম  ঃ সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় একজনের লাশ উদ্ধার হলেও ১৪ দিনেও সন্ধান পাওয়া যায়নী মেহেরপুরের ৭ জন গার্মেন্টস শ্রমিকের। আর আহত অবস্থায় ৪ জন মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মেহেরপুর সদর উপজেলার ২ এবং গাংনী উপজেলার ৯ শ্রমিক নিখোঁজ থাকে। পরে তেরাইল কুঠি পাড়ার নাজিমদ্দীনের ছেলে জুয়েল হোসেন মন্টুর লাশ ও বিলধলা গ্রামের শিরিনা,শান্তি, গাংনী মাদ্রাসা পাড়ার ফাইমা খাতুন, ও আরজিনা কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু এখন পর্যন্ত বিলধলা গ্রামের মেরিনা আক্তার, গাড়াডোবের রাশিদা খাতুন,চেংগাড়ার শহিদুল,তেরাইলের শহিদুল ও সদর উপজেলার রবিউল এবং সওদাদ নিখোঁজ রয়েছে। এদিকে নিখোঁজ স্বজনদের না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার গুলি। আর আহতের পরিবার গুলোর দাবি অর্থ অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ।
মেহেরপুর সংবাদ