বাংলা বই পড়ুন অনলাইনে

বই মানুষের ভালো বন্ধু একথা সবাই জানে।বই শুধু ভালো বন্ধুই নয়,  জ্ঞানের ভান্ডারতো বটেই। আমরা সাধারণত বই পড়ে থাকি কাগজের মুদ্রণকৃত। কিন্তু এখন ডিজিটাল যুগে কাগজের কপি বাদেও বই পেতে পারেন। এখন কম্পিউটারে বসেই বই পড়তে পারেন। আর এই বই সংগ্রহ করার সবচাইতে বড় উপায় হলো্ ইন্টারনেট।

অনলাইনে বাংলা বই ডাউনলোডের জন্য ইন্টারনেটে সার্চ করলেই অনেক ওয়েব সাইটের ঠিকানা পাওয়া যায় কিন্তু কোন সাইটে গেলে প্রয়োজনীয় বইটা সহজে খুজে পাবো এটা আমরা বুঝতে পারি না। আবার সাইট পাওয়া গেলেও অনেক ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন ছাড়া ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় না। অনেক ওয়েব সাইট নিয়মিত আপডেট হয় না, ফলে নতুন বই আমরা ডাউনলোড করতে পারি না।  বাংলা গল্প, উপন্যাসের পাঠক সংখ্যা বেশ ভাল, কিন্তু ইন্টারনেট থাকলেও বই ডাউনলোড করে পড়া পাঠকের সংখ্যা খুবই কম। তাই ইন্টারনেট থেকে পিডিএফ আকারের বই তারাই ডাউনলোড করে যাদের ইন্টারনেট লাইন সহ কম্পিউটার আছে এবং বাংলা বই পড়তে পছন্দ করে। এইসব ভার্সনকে ইবুক বলা হয়। বাংলা ইবুকের বিশাল সংগ্রহ, বিভিন্ন ওয়েব সাইট /ব্লগ এর ডাউনলোড লিংক নিচে দেওয়া হলোঃ

www.free-bangla-books.blogspot.com

www.banglapapers.com/books.htm

www.deshiboi.com

tanbircox.blogspot.com/2012/01/computer-bangla-e-books.html

tanbircox.blogspot.com/2011/11/banglae-books.html

সূত্রঃইন্টারনেট।

বিজ্ঞান প্রযুক্তি