মোইলের কথাগুলো রেকর্ড থাকুক।

মোইলের কথাগুলো রেকর্ড থাকুক।

আমরা অনেকে সিম্বিয়ান মোবাইল ব্যবহার করে থাকি । প্রয়োজনের তাগিদে অনেক সময় মোবাইলের কল রেকর্ড করা লাগে। কিন্তু সিম্বিয়ান মোবাইল গুলোতে সাধারনত মোবাইলের Recorder দিয়ে কোন Sound Record করতে গেলে ১ মিনিটের বেশী Record হয় না । আবার দেখা যায় Call Record করার জন্য কোন সফট্ওয়ার ব্যবহার করলে ১ মিনিট পর পর ওয়ার্নিং দেয় । ফলে কথা বলার সময় যখন Call Record হয় তখন যে ব্যক্তির সাথে কথা বলা হয় সে বুঝতে পারে যে Call Record করা হচ্ছে ।

এই সমস্যা দূর করতে রয়েছে অনেক কলরেকর্ড সফটওয়্যার। এই সফট্ওয়ারটি আপনাদের মোবাইলে ইনস্টল করলে অটোমেটিক সব Call Record হয়ে যাবে । এবং Call Record করার সময় কোন বিপ শব্দ বা ওয়ার্নিং দেবে না ।

সফট্ওয়ারটির ডাউনলোড লিংক www.ziddu.com/download/20054044/CallRecorderv1.03S60v3.rar.html । সূত্রঃ স্টেট নিউজ বিডি।

বিজ্ঞান প্রযুক্তি