মেহেরপুরের দিঘির পাড়া ও মাইলমারী গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৬ গাংনী ক্যাম্প। বুধবার রাত ৯টা ও ১০টার সময় পৃথক দুটি অভিযান চালানো হয়। র্যাব -৬ এর গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়েরের নেতৃত্বে র্যাবের বিশেষ একটি টিম প্রথমে দিঘির পাড়া গ্রামে আব্দুল জলিলের পুকুর পাড়ে অভিযান চালিয়ে মাদক বেচাকেনা মূর্হতে র্যাবের উপস্থিতি টের পেলে দৌড়ে পালানোর সময় একই গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে ইলিয়াছ হোসেন (৩৫) , মেহেরপুর গোরস্থান পাড়ার মৃত আনন্দ কুমারের ছেলে শুনন্দ কুমার (২৫) এবং মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মৃত ফকির মোহালদারের ছেলে আব্দুল জলিল (৩৬) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। ঘটনার রাতেই আটককৃতদের নামে মাদকদব্র নিয়ন্ত্রন আইনে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। এদিকে একই রাতে র্যাব রাত দশটার দিকে গাংনী উপজেলার মাইলমারী গ্রাম মৃত দবির উদ্দিনের ছেলে সেকেন্দার আলীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা বেচাকেনার সময় সেকেন্দার আলীকে ১৭০ গ্রাম গাঁজাসহ আটক করে র্যাব । পরে তাকে মামলাসহ গাংনী থানায় সোর্পদ করা হয়।