সরকার যত ষড়যন্ত্র করুক না কেন তারেক রহমান এদেশে ফিরে আসবেই। তার নাম ষড়যন্ত্রের মাধ্যমে এদেশ থেকে মুছে ফেলা যাবেনা। নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন করতে চাইলে দেশের সাধারন মানুষ তা প্রতিহত করবে। বর্তমান সরকারের নানামুখি ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্রদলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার প্রস্তুতি নেওয়ার আহবান জানান জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি।
বুধবার দুপুরে গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্দ্যেগে আয়োজিত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাংনী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, গাংনী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক, গাংনী উপজেলার যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান,ছাত্রদলের মেহেরপুর সরকারী কলেজ শাখার সভাপতি সোহেল রানা,গাংনী ডিগ্রী কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম,ছাত্রদল নেতা,রবিউল ইসলাম রবি,নাজমুল হোসেন,তানভীর আহমেদ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম রাজা, স্বপন আলী, আবুল কালাম আজাদ, তানভীর কবীর, হোসেন আলী প্রমুখ।