মেহেরপুরে পুলিশের গুলিতে নিহত জামায়াত কর্মী সোলাইমানের দাফন সম্পন্ন। ভাইপোর লাশ দেখে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুফু

মেহেরপুরে পুলিশের গুলিতে নিহত জামায়াত কর্মী সোলাইমানের দাফন সম্পন্ন। ভাইপোর লাশ দেখে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুফু

OLYMPUS DIGITAL CAMERAআমাদের মেহেরপুর ডট কমঃমেহেরপুরে পুলিশের গুলিতে নিহত জামায়াত কর্মী সোলাইমানের লাশ দাফন সম্পন্ন হয়েছে। এদিকে সোলাইমানের লাশ দাফনের এক ঘন্টা পর হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ফুফু আমেনা বেগম। তিনি রঘুনাথপুর গ্রামের মৃত ইছাহাক আলীর স্ত্রী। বৃহস্পতিবার রাতে প্রিয় ভাইপো সোলাইমানের লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে তিনি মারা যান। বাদ জুমআ জানাজা শেষে ভাইপো সোলাইমানের পাশে দাফন করা হয় ফুফু আমেনা বেগম কে। এর আগে শুক্রবার সকাল ৮টায় ঈদগাহ মাঠে জানাজা শেষে সোলাইমানের লাশ দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। এদিকে সোলাইমানের জানাজায় উপস্থিত জামায়াতের নেতারা এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন। তা না হলে হরতাল সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলেও জানান তারা। সোলাইমানের দুই শিশু সন্তানের পড়ালেখা সহ পরিবারের দায়িত্বভার সংগঠন বহন করবে বলেও ঘোষণা দেয়া হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মতিন, মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজ উদ্দিন খান, সেক্রেটারী আলহাজ্জ সিদ্দিকুর রহমান, মেহেরপুর পৌর আমির মাওলানা মাহাবুবুল আলম, সিনিয়র নায়েবে আমির সিরাজুল ইসরাম, নায়েবে আমির সিরাজুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী সাব্বির হোসেন, শিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, আল আমিন ইসলাম বকুল, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ সহস্্রাধিক ধর্মপ্রাণ মানুষ জানাজায় অংশ নেন। উল্লেখ্য গত মঙ্গলবার জামায়াতের ডাকা হরতাল সফল করতে সকালে রাজনগরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অবরোধ কর্মসূচী পালন শেষে বাড়ি ফিরছিল সোলাইমান শেখ। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলিবিদ্ধ হয়ে তিনি রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে মারা যান। এদিন রাত ১১টার দিকে তার লাশ রঘুনাথপুর গ্রামের বাড়িতে নেয়া হলে অসুস্থ হয়ে পড়ের ফুফু আমেনা বেগম। সোলাইমান সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ শেখের ছেলে।
মেহেরপুর সংবাদ