আমদের মেহেরপুর ডট কম ঃ জামায়াতের নায়েবে আমীর মওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আর্ন্তজাতিক অপরাধ ট্রইব্যুনাল-১ এর দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় ঘোষনার সাথে সাথে মেহেরপুর শহরে বিজয় মিছিল ও পথসভা করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিজনের নেতৃত্বে বিজয় মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল, শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুল ইসলাম পোলেন, সাধারণ সম্পাদক শোভন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান, সম্পাদক কুদরতই খোদা রুবেল সহ ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেছেন। মিছিল শেষে হোটেল বাজার মোড়ে পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম লিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর রহমান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ায় খুশি হয়ে বিজয় মিছিল করেছে প্রজন্ম মুজিবনগর। এর সাথে সাথে গাংনী উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা বিজয় উল্লাস করে একটি মিছিল গাংনী শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করেছেন।