মেহেরপুর প্রতিনিধি ঃ রবিবার রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জহুরুল এন্টারপ্রাইজ নামক একটি দোকানে সশস্ত্র ক্যাডাররা চাঁদার দাবীতে বোমা হামলা চালিয়েছে। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ৭/৮ দিন আগে থেকে একদল চাঁদাবাজ সন্ত্রাসী মোবাইল ফোনে সেনেটারী ব্যবসায়ী জহুরুল এন্টারপ্রাইজের মালিক জহুরুল ইসলামের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। টাকা বিকাশের মাধ্যমে চাঁদাবাজদের মোবাইলে দেবার কথা বলে ব্যবসায়ীর উপরে চাপ সৃষ্টি করে আসছিল। এমতাবস্থায় রবিবার রাতে একটি মোটর সাইকেলে (হেড লাইট অফ) করে চাঁদাবাজ সশস্ত্র ক্যাডাররা ঐ দোকানের সামনে এসে একটি শক্তিশালী বোমা ছুড়ে মারে এবং দ্রুত স্থান ত্যাগ করে। এ ব্যাপারে ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন যাবৎ মোবাইল ফোনে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলে এবং টাকা না দিলে আমাকে বোমা মেরে হত্যার হুমকী দেয়। আমি গত ২৬ জুন তারিখে মেহেরপুর সদর থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি জি.ডি করে, যার নং ৯৮৫। এরপর মেহেরপুর পুলিশ সুপারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করি। কিন্তু আজ রাতে চাঁদার দাবীতে সশস্ত্র ক্যাডাররা আমার দোকানে বোমা হামলা করে। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় আমি এবং আমার পুত্র অক্ষত আছি। এ ব্যাপারে সদর থানা পুলিশের এস.আই কামাল জানান, কোর্ট এলাকায় বোমা হামলার খবর শুনেই তৎক্ষনাত ঐ দোকানের সামনে ছুটে আসি এবং বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ কারণে শহরে উত্তেজনা বিরাজ করছে।