আসন্ন দশম সংসদ নির্বাচনে মেহেরপুর ১ ও ২ আসনে ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
শুক্রবার যাচাই বাচাই শেষে জেলা রিটানিং অফিসার এ ঘোষনা দেন। মেহেরপুর ১ আসনে কাউছার আলী ও শাফিরুল ইসলাম কাজল এবং মেহেরপুর ২ আসনে মকলেচুর রহমান মুকুল,শাহিদুজ্জামান খোকন ও ওয়াসিম সাজ্জাদ লিখনের ত্র“টি থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।
এদিকে মেহেরপুর ১ আসনে আওয়ামীলীগের প্রার্থী ফরহাদ হোসেন দোদুল,বর্তমান এমপি জয়নাল আবেদীন,পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু,জাতীয় পার্টির আব্দুল হামিদ ও ইয়ারুল ইসলাম এবং মেহেরপুর ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী এম এ খালেক,সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি মকবুল হোসেন,জাতীয় পার্টির মোঃ কিতাব আলী ও জাতিীয় পার্টি (মঞ্জু) আব্দুল হালিম প্রতিদন্দীতা করছেন।