গাংনীতে বিএনপি’র ৪/৫শত নেতা কর্মির নামে মামলা

গাংনীতে বিএনপি’র ৪/৫শত নেতা কর্মির নামে মামলা

gagni mapমেহেরপুরের গাংনীতে পুলিশের কাজে বাধাদান ও ককটেল বিস্ফোরনের অভিযোগে জেলা বিএনপি’র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন কে এক নং আসামী করে ২৯ জনের নাম উল্লেক করে অজ্ঞাত আরো ৪/৫শত নেতা কর্মির নামে মামলা করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার গাংনী থানার এসআই মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করে। যার নং ০৭ তাং ০৬.১২.১৩ ইং।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান,বৃহস্পতিবার সকালে ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে পৌর এলাকার পূর্ব মালসাদহ থেকে একটি মিছিল নিয়ে গাংনী বাজারে আসে। এ সময় পুলিশ মিছিলে বাধা দিয়ে কয়েক টি ককটেল বিস্ফোরন ঘটায়। একারনে জাভেদ মাসুদ মিল্টন কে ১ নং আসামী করে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫শত নেতা কর্মির নামে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কেউ আটক হয়নী।
জেলা বিএনপি’র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন,শান্তিপূর্ন মিছিল চলছিল। কেউ ককটেল বিস্ফোরন কিংবা পুলিশের কাজে বাধা দেইনী। পুলিশ রাজনৈতিক কারনে মামলা দায়ের করেছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
মেহেরপুর সংবাদ