নিজস্ব সংবাদদাতা আমাদের মেহেরপুর ডট কম ঃ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন সরকারী, বেসরকারী, ব্যাংক-বীমা, এনজিও অফিস সহ বিভিন্ন বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। কিন্তু কোর্ট এলাকার এ্যাড. রফিকুজ্জামান বাবুর নোটারী পাবলিক অফিসের পতাকাটি দন্ডায়মান না হয়ে কাত হয়ে পড়ে ছিল। এছাড়াও বাসষ্ট্যান্ড নিমতলা মোড়ে নবীছদ্দিনের মুদিখানা দোকানের উপরে একটি ছেড়া ও বিবর্ণ পতাকা টাঙ্গানো ছিল এবং হোটেল বাজারের সজীব প্লাজায় ছাদে একটি কঞ্চিতে বাধা পতাকা কাত হয়ে ছিল। এ ঘটনায় জেলা প্রশাসনকে অবগত করলেও প্রশাসন কোন ব্যবস্থা না করায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।