মেহেরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধিনতা দিবস  উৎযাপিত

মেহেরপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধিনতা দিবস উৎযাপিত

p-269আমদের মেহেরপুর ডট কম ঃ নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধিনতা দিবস উৎ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালেp-270 সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। আজ সকাল সাড়ে ৬ টার সময় শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, মেহেরপুর-১ আসনের এমপি জয়নাল আবেদিন, বিএনপির সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সভাপতি মাসুদ অরুণ, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম। এর পর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘঠন,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, আনছার ও ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইড  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শশিত হয়। পরে  বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিকাল ৩টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে মেহেরপুর জেলা প্রশাসন ও পৌর একাদশ অংশগ্রহণ করে । খেলায় জেলা প্রশাসন একাদশ ২-০ ঘোলে পৌর একাদশকে পরাজিত করে। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলওয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময়  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, জেলা অওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আশকার আলী। এদিকে বাংলাদেশের  প্রথম রাজধানী মুজিবনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। ভোর ৬টায় ৩১বার তোপ্পধনীর মধ্যে দিয়ে দিনের কর্মসুচীর শুরু হয়  এর পর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য প্রদান করেন মুজিব নগর উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোকতার হোসের ও মুজিবনগর থানার ইনচার্জ রবিউল হোসেন, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আব্দুল জলিল, ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান। এচাড়া বিভিন্ন অন্যান্য রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পন করে। পরে সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ইনচার্জ রবিউল হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা মোকতার হোসেন। অপরদিকে গাংনী উপজেলায় নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা দিবস। সকালে ৩১ বার তপ্পোধনীর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসুচী এরপর উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।  এরপর ৮টার সময় গাংনী হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও স্কাউটদলের কুচকাওয়াজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সংবাদ