মুজিবনগর উপজেলার রসিকপুরে অনৈতিক কাজে বাধা প্রদান করায় ৩ প্রতিবাদকারী যুবককে কুপিয়ে জখম করেছে কথিত প্রেমিক-প্রেমিকা ও তাদের আশ্রয়দাতা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে । আহত ৩ যুবকদের মধ্যে মজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের রফিকুলের ছেলে রিপন (২০ কে রাজশাহী মেডিকেল কলেজ এবং একই গ্রামের ওয়াত আলীর ছেলে জামাল (২৩) ও হায়দারের ছেলে তহিন (২৩) কে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করেছে মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক । স্থানীয় সুত্রে জনা গেছে, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের পটু বিশ্বাসের মেয়ে রেখা খাতুন এবং গোপালপুর গ্রামের নাজের মোল্লা মজিবনগর উপজেলার রসিকপরে আলতাফের বাড়ীতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে অবস্থান করে। রাত ১ টার দিকে রসিকপুরের কতিপয় ৩ যুবক তাদের আলতাবের বাড়ীতে আশ্রয় নেয়ার কারন জানতে চাইলে এসময় তাদের উপর ক্ষিপ্ত হয়ে নাজের মোল্লা ,রেখা খাতুন, ও আশ্রয়দাতা আলতাফ হোসেন ধারালো অস্ত্রদিয়ে ওই ৩ যুবককে কুপিয়ে জখম করে। এদিকে কথিত প্রেমিক প্রেমিকাকে রসিকপুর গ্রামের ক্লাবে আটকে রাখে স্থানীয় জনতা।