মেহেরপুরে শান্তিপৃর্ন ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা  অনুষ্ঠিত।

মেহেরপুরে শান্তিপৃর্ন ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত।

OLYMPUS DIGITAL CAMERAমেহেরপুরে শান্তিপৃর্ন ভাবে জেএসসিও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এবার জেএসসি ও জেডিসি পরিক্ষায় অংশ নিয়েছে ৮হাজার ৩শ” ৩৪ জন পরিক্ষার্থী। জেএসসি ৭হাজার ৫শ”৪৭ জন ও জেডিসি ৮শ”৪৫জন অংশ নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় সাড়া দেশের ন্যায় মেহেরপুরে ৩ উপজেলায় ৬টি কেন্দ্রে ও জেডিসি পরীক্ষা ২টি কেন্দ্রে পরিক্ষা অনুীষ্ঠত হয়। মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১২ জন, সরকারী বালক বিদ্যালয়ে ১হাজার ৪শত ৩ জন, আমজািপ মাধ্যেমিক বালক ও বারিকা বিদ্যালয়ে ৬শ ৮০জন, গাংনী পইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১হাজার ৭শত ৮৩ জন, নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১হাজার ৪শত ২৮ জন, মুজিবনগর মাধ্যেমিক বিদ্যালয়ে ১হাজার ২শ ৪১ জন। এছাড়া জেডিসি পরীক্ষায় মেহেরপুর দারুল উলূম মাদ্রাসায় ৫শ২৫ জন ও গাংনী সিদ্দিকীয় মাদ্রাসায় ৩২০ জন পরীক্ষার্তী অঙশগ্রঞন করে। সকালে সরকারী বালিকা বিদ্যালয় সহ জেলার বিভিন্ন পরিক্ষা কেন্দ্র ঘুরে দেখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
মেহেরপুর সংবাদ