। আমাদের মেহেরপুর ডট কমঃ জামায়েতে ইসলামী বাংলাদেশের ডাকা গত মঙ্গল ও বুধবারের ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন মঙ্গলবার মেহেরপুরের রাজনগরে পুলিশের সাথে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষের সময় আহত আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে ছলেমান শেখ (২৫) গতকাল বেলাা ৩টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরন করেছে। নিহত পারিবারিক সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দিকে ছলেমান হরতালের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় । এ পর্যায়ে পুলিশের সাথে হরতাল সমর্থক জমায়াত ও শিবিরের কর্মীদের সাথে মেহেরপুরের রাজনগরে সংঘর্ষ বাঁধে । সংঘর্ষের হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটক্ষেল নিক্ষেপ করতে থাকে এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এতে ছলেমান গুলবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। আহত ছলেমানকে উদ্ধার করে জামায়াত শিবির কর্মীরা প্রথমে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ছলেমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার বেলা ৩ টার দিকে মারা যায়। নিহত ছলেমান দুই সন্তানের জনক। এদিকে মেহেরপুর জেলা জাময়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির নিহত ছলেমানকে দলীয় কর্মী বলে দাবি করেছেন। ছলেমানের মৃত্যতে এলাকায় শোকে ছায় নেমে এসেছে। নিহত ছলেমানের লাশ আজ রাতে তার নিজ গ্রাম রঘুনাথপুরে পৌছাবে এবং আগামীকাল শুক্রবার সকাল ৮ টার সময় স্কুলমাঠে জনাযা শেষে রঘুনাথপুর কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।