নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় অভিযুক্ত সাবেক দুই র্যাব কর্মকর্তাকে রাত চারটায় সেনানীবাসের বাসা থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ পুলিশ। গ্রেপ্তারের পর তাদের নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জের ঘটনায় গ্রেপ্তার র্যাবের সাবেক দুই কর্মকর্তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশের পক্ষ থেকে দুই র্যাব কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন-র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও মেজর আরিফ হোসেন।আজ বেলা দুইটার কিছু পরে মাথায় হেলমেট পরিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে সরাসরি জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।গত রোববার হাইকোর্ট সশস্র বাহিনীর সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল। তবে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এম এম রানাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।