মেহেরপুর-মুজিবনগর মহাড়ক নির্মানে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

মেহেরপুর-মুজিবনগর মহাড়ক নির্মানে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

???????????????????????????????????মেহেরপুর-মুজিবনগর সড়কের ৯ কিঃমিঃ মহাসড়ক নির্মাণে ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে এলাকবাসী। তারই প্রতিবাদে রবিবার  সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের কার্যালযের সামনে মানববন্ধ কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক সমাজ। গত ১০ জানুয়ারী ২৮ কোট টাকা ব্যায়ে মেহেরপুর মুজিবনগর সড়কে ৯ কিঃ মিঃ মহাসড়ক র্নিমার্ণের কাজ শুরু করে যহিরুল লিমিটেড। ৩০ ফিট চওড়াসহ ৭০ ভাগ পাথর ৩০ ভাগ বালি দিয়ে রাস্তা নির্মাণের কথা। কিন্তু নিয়ম না মেনে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবন্ধনে অংশগ্রহনকারীরা। কাজটি দুই ধাপে শেষ হবার কথা। প্রথম ধাপের কাজ সাড়ে ৪ কিঃ মিঃ রাস্তার কাজ শেষ শেষ হবে আগামী এক জুন। কিন্তু এরই মধ্যে রাস্তার নির্মাণের ব্যাপক অভিযোগ তোলেন এলকাবাসী।

মেহেরপুর সংবাদ