আমাদের মেহেরপুর ডট কমঃ আজ শনিবার বিকালে দেশজুড়ে ইউনিলিভার আয়োজিত ৪ দিনব্যাপী আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে আনন্দমেলা কনসার্ট মাতালেন মেহেরপুরের বিখ্যাত ব্যান্ড ব্লাক এন্ড হোয়ট । বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার দর্শকে মাতিয়ে গান পরিবেশন করেন ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ডের ব্যান্ড লীডার আল মামুন অনল, মেহেরপুর ব্যান্ড এসোয়িশেন সভাপতি ওস্তাদ সুমন আজম, ব্যান্ড শিল্পি শ্যামল, রাসেল, স্বপন, সবুজ, সোহাগ, আখি, মিতু,ফয়সাল প্রমূখ।