নিজস্ব সংবাদদাতা মেহেরপুর ৪ জুলাই ঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মেহেরপুরের মৎস্য সেক্টরে অবদান, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা মৎস অফিস। গতকাল জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক-উল-আলম। জেলা মৎস কর্মকর্তা বজলুর রশিদ জানান, মেহেরপুর মৎস্য চাষের জন্য একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার মাছ মেহেরপুর থেকে অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। জেলা মৎস্য অফিসের শুণ্য পদ গুলো পূরণ করা হলে মৎস চাষে এ জেলা আরও অগ্রণী ভুমিকা পালন করবে। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এবং অংশগ্রহণ করেন দৈনিক মেহেরপুর এর সম্পাদক রশিদ হাসান খান আলো, বৈশাখী টিভি ও মানব জমিনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, দৈনিক আন্দোলনের বাজারের মেহেরপুর প্রতিনিধি মেহের আমজাদ, ভোরের কাগজের জেলা প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টু, ইনকিলাবের জেলা প্রতিনিধি ফারুক মল্লিক, দৈনিক জনতার জেলা প্রতিনিধি কামারুজ্জামান খান, দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি মহাসিন আলী, দৈনিক লোক সমাজের প্রতিনিধি জি,এফ মামুন লাকী, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক এম.এ হাসান সুমন প্রমুখ।