চীন- জাপান পূর্ব চীন সাগরের দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা

চীন- জাপান পূর্ব চীন সাগরের দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা

41492_int1পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।  ৩০শে জানুয়ারিতে চীন জাপানি জাহাজের দিকে এ রাডার তাক করেছে বলে  চীনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতশুনোরি ওনোদেরা । জাপানের কাছে সেনকাকু এবং চীনের কাছে দিয়াউ নামে পরিচিত বিতর্কিত ওই দীপপুঞ্জ নিয়ে সমপ্রতি কয়েক মাসে দেশ দুটির মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় এ ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। ৩০শে জানুয়ারিতে পূর্ব চীন সাগরে জাপানের প্রতিরক্ষামূলক টহল জাহাজের দিকে ফায়ার-কন্ট্রোল রাডারের মতো কিছু একটা তাক করা হয়েছে বলে  মঙ্গলবার সাংবাদিকদের জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।কয়েকদিন আগে জাপানের একটি সামরিক হেলিকপ্টারের দিকেও একই ধরনের রাডার তাক করা হয় বলেও জানান ওনোদেরা।

পূর্ব চীন সাগরে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ওই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীন ও জাপানের বিরোধ চলে আসছে কয়েক বছর ধরে। দু’দেশই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে।২০১২ সালে জাপান সরকার তিনটি দ্বীপ কিনে নিলে চীনের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে যায়।

আন্তর্জাতিক