মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চত্তর থেকে দুটি বোমা উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুর সাড়ে ১২ টারদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোমা দুটি উদ্ধার করা হয়।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানান,উদ্ধারকৃত বোমা দুটি নাশকতার জন্য আনা হতে পারে। বোমা উদ্ধারের পর নিক্রিয় করা হয়েছে।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান,বোমা উদ্ধারের ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।