গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বন্ধ হয়ে যাবে কি জয়িতাদের পথ চলা শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যা শিশু gangni pic 1দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস টি উপলক্ষে সোমবার সকাল ১০ টারদিকে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদুল আলম,সিরাজুল ইসলাম স্যার,পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির পক্ষে প্রকল্প পরিচালক মোস্তাফা কামরুল হাসান,মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মহিবুল ইসলাম মিন্টু, নিজেরা করি’র অঞ্চল সমন্নয়ক নাছিমা খাতুন,এনজিও প্রতিনিধি ফিরোজ আহমেদ,মানব উন্য়ন কেন্দ্র (মউক) কর্মি ফরিদা পারভীন প্রমুখ। এদিকে হাঙ্গার প্রজেক্টের উদ্দ্যেগে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দিবস টি পালিত হয়েছে। সভায় প্রধান শিক্ষক আফজাল হোসেন,সিরাজুল ইসলাম স্যার ও হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। অপরদিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্থানীয় উজ্জীবক,নারীনেত্রী,ইয়ূথ লিডারদের আয়োজনে কন্যা শিশু এডভোকেসি ফোরাম এ সোসাইটি এর সহযোগিতায় আলোচনা সভা ও র‌্যালির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
মেহেরপুর সংবাদ