মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলীকে সংর্বধনা প্রদান করেছেন স্থানীয় আওয়ামীলীগ। সোমবার সকালে গাংনী উত্তরপাড়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান খোদাদাদ হোসেন খেদুর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাহসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও ষোলটাকা ইউপির নেতৃবৃন্দ। এসময় সংসদ সদস্য মকবুল হোসেন ফুলের মালা দিয়ে বরন করে নেন আইয়ুব আলীকে।