ফ্রীল্যান্সারদের ব্যবসায়ীক উদ্যোক্তা করার লক্ষে মেহেরপুরে ৫ দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন। এ কর্মসূচীতে অংশগ্রহনকারী ৪০ জন ফ্রীল্যান্সারকে ফ্রীল্যান্সীং বিজনেস প্লান, সেল, মার্কেটিং, ব্রান্ডিং, বিজনেসসেল, ব্যাংকিং, ইনসুরেন্স ও ফাইস্যান্স সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষন প্রদান করবেন ঢাকার ফ্রীল্যান্সার এন্টার প্রিনিয়র ট্রেইনিং এক্সিকিউটিভ সবুজ সরদার, মেহেরপুরের ফ্রীল্যান্সার উদ্যোক্তা মুন্সি জাহাঙ্গির জিন্নাতসহ স্থানীয় আরও ৪ জন ফ্রীন্সার উদ্যোক্তা।ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় তথ্য ও প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছেন।