কোয়েল মল্লিকের আজ বিয়ের পিড়ীতে বসছেন।

কোয়েল মল্লিকের আজ বিয়ের পিড়ীতে বসছেন।

8db0a31e413c66cebf396e2218cbfa33 ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের বিয়ে আজ। কলকাতার টালিগঞ্জের গলফ ক্লাব রোডের মল্লিকবাড়িতে তাই সাজ সাজ রব। দারুণ আনন্দে মাতোয়ারা বাড়ির সবাই। কোয়েলের বর নেসপাল সিং রানে। পাঞ্জাবের ছেলে। ভারতের বাংলা ছবি প্রযোজনা করছেন। পারিবারিক-ভাবে কলকাতায় আছেন অনেক বছর ধরে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা। কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক আগেই জানিয়েছেন, বাঙালি ও পাঞ্জাবী দু’ভাবেই হবে কোয়েলের বিয়ে। বিয়ের অনুষ্ঠান হবে পাঁচ দিন। থাকছে আশীর্বাদ, সংগীত, গায়ে হলুদ, বিয়ে, বউভাত সবই। রানের সঙ্গে কোয়েলের পরিচয় বছর দশেক হবে। তবে প্রেম করছেন আট বছর হলো। বিয়ের পর রানে-কোয়েল মধুচন্দ্রিমায় যাচ্ছেন ইউরোপের একটি দেশে।

বিনোদন