‘ব্যাড-বয়’খ্যাত বলিউডের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে ২০০২ সালে মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তিনি ১০ বছরের কারাদণ্ড পেতে পারেন।এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বিবিসি এশিয়া।
ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। সম্প্রতি সেই মামলায় হাজিরা দিতে সালমানকে ১১ ফেব্রুয়ারি আদালতে তলব করা হয়েছে। ২০০২ সালের সেপ্টেম্বরে ওই দুর্ঘটনার সময় তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না এমন দাবিও করা হয়েছে । বিগত ২০০৫ সালে সালমানের বিচার কার্যক্রম শুরু হয়। তাঁর প্রতি নমনীয় আচরণ করেন আদালত। বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেওয়া হয়।
সম্প্রতি ২০১১ সালে সালমানকে কঠোর সাজা প্রদানের দাবি তোলা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে সেই মামলার বিচার কার্যক্রমে সালমানকে হাজির হতে আদেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ম্যাজিস্ট্রেট বসন্ত পাতিল আদেশটি দেওয়ার সময় বলেন, ‘যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থেকে বলা যায়, স্রেফ অসতর্কতার কারণে সেই দুর্ঘটনা ঘটেনি। কাজেই আরও কঠোর আইনের ধারায় এই মামলার বিচার কার্যক্রম চালাতে হবে।’
সালমান খান ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডে। তুমুল জনপ্রিয়তার পাশাপাশি অসংযত জীবন যাপন পদ্ধতির জন্য তাঁর কুখ্যাতি রয়েছে। এ জন্য অনেকে তাঁকে ‘ব্যাড-বয়’ তকমাও দিয়েছেন। ২০০৬ সালে হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ পেয়েও জেলের ঘানি টানতে হয়নি তাঁকে, জামিনে মুক্তি পেয়েছিলেন সালমান।