আমাদের মেহেরপুর ডট কম ঃ রাতের আধার নামতেই ব্যস্ততম আমঝুপি গাড়াডোব সড়কে বাজার সংলগ্ন পশ্চিম পাড়া শেখপাড়ার তিনরাস্তার মোড়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মানে খুড়ে রাখা মিনি কালভাটের বিশাল গর্তে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। গত কয়েকদিনে অজান্তে কালভার্ট তৈরির গর্তে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এমনি এক মারত্মক দূর্ঘটনা ঘটেছে গতকাল রাত সাড়ে ৯টার দিকে। আমঝুপি বাজারের শাম্মি সু-ষ্টোরের কর্মচারী চুয়ডাঙ্গার দশ মাইলের ওলি আহম্মেদের ছেলে জামিরুল (১৪) দোকান বন্ধ করে মালিকে বাড়ি যাওয়ার সময় গর্তে বাই সাইকেল সহ খুড়ে রাখা কালভার্টের ভিতরে পড়ে য়ায় । সাধান পথচারীরা অহত জামিরুল কে উদ্ধার কওে স্থায়ী দি রুরাল নার্সিং হোমে ভর্তি করে। ।তার মুখ মন্ডলে তিনটি সেলাই হয়েছে। প্রধান সড়কে যে কোন ঠিকাদার কাজ করলে সড়ক বন্ধের সাইন বোর্ড বা বাশের বেরিকেড দেয়। কিন্তু মেহেরপুর জেলা পরিষদের ব্যাস্ততম এই সড়কে এধরনের কোন ব্যবস্থা না করায় দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা । এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়েছে।এ বিষয়ে ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগ করে পওয়া যায়নি।