এবারে এস এসসি পরিব্ষায় মেহেরপুর জেলার পাশের হার ৯৩% জেলার বিভিন্ন স্কুল থেকে ২১০জন জিপিএ-৫ পেয়ে বলে জানিছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সর্বোমোট ৮০টি বিদ্যালয় থেকে মোট ৪৩৩৫জন ছাত্র ছাত্রী এবছর এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে ৪১২৫জন কৃতকার্য হয়েছে । এবারে জেলায় জিপি-এ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের গাংনী উপজেলায় রয়েছে ১৩১জন, সদর উপজেলায় রয়েছে ৬৫জন ও মুজিবনগর উপজেলায় রয়েছে ১৬জন। জেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল অর্জন করেছে গাংনী মডেল পাইলট মাধ্যেমিক বিদ্যালয়। এখান থেকে ৬০জন ছাত্র ছাত্রী জিপি-এ ৫ পেয়েছে