এম জাহিদ ঃ মেহেরপুর সদর উপজেলার ৩নং আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলামের দ্বায়িত্ব গ্রহণের ২ বছর পুর্তি উপলক্ষে গতকাল আমঝুপি ইউনিয়ন পরিষদের নিজস্ব হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্ব উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়েজন করা
হয়। আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ নাজনীন সুলতানা । ইফতার মাহফিল ও অলোচনা সভার পূর্বে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আমঝুুপি ইউনিয়ন পরিষদ ভবন আধুনিকরণের ফোলক উন্মেচন করেন। এরপর ইফতার মাহফিল ও আলোচনা সভায় স্বাগতিক বক্তব্যে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিগত দুই বছরের ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জনান এবং ভবিষতে আরও বেশি সহযোগিতা করার আহব্বান জানান। ইফতার মাহফিলে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা ইসলাম, আমদাহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম,আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যাবৃন্দ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক ফয়জুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আমিন ,প্রধান শিক্ষক মামুনূল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাদ্দাম হোসেন কালু, বুড়িপোতা ইউপি
চেয়ারম্যান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন ।