মেহেরপুর পৌর মেয়র ও ছাত্রলীগ সভাপতির বাসায় বোমা হামলার নায়ক পাভেল পলায়নের পূর্বে পুলিশের খাচায় বন্দি

মেহেরপুর পৌর মেয়র ও ছাত্রলীগ সভাপতির বাসায় বোমা হামলার নায়ক পাভেল পলায়নের পূর্বে পুলিশের খাচায় বন্দি

map-2আমাদরে মহেরেপুরডটকম ২৭ জুলাই ঃ শনিবার রাতে সদর উপজেলার বারাদী ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জে.আর পরিবহন তল্লাসী করে সম্প্রতি মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগ সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের বাসভবনে বোমা হামলার সাথে জড়িত শহরের শীর্ষ বোমাবাজ পাভেল (২৫) কে আটক করেছে। আটকের সময় সে ছাত্রলীগের কর্মী বলে পুলিশের কাছে দাবী করেছে। বোমা হামলার পর থেকে সে গা ঢাকা দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে ঢাকায় পালাবার উদ্দেশ্যে জে.আর পরিবহনে রওনা হয়েছিল। বারাদী থেকে গ্রেফতারের পর পুলিশ থাকে মেহেরপুর সদর থানায় নিয়ে গেছে। সে শহরের কাথুলী রোডের স’মিল ব্যবসায়ী মসলেম আলীর পুত্র। উল্লেখ্য, গত ৬ জুন ভোর রাতে পৌর মেয়র ও ছাত্রলীজ সভাপতির বাড়ীতে বোমা হামলা করে কে বা কারা। ঐ ঘটনার পর থেকেই পৌর মেয়র ও ছাত্রলীগ সভাপতিকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছিল বোমা হামলাকারীরা। ফোন ট্রাকিং এর পর গ্রেফতারকৃত পাভেলের কাছ থেকে হুমকী দেওয়া মোবাইল সিমটি পাওয়া যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, বোমাবাজ পাভেল ঐ বোমা হামলার সাথে সরাসরি জড়িত। তাকে বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দাবী করেছেন।
মেহেরপুর সংবাদ