আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস । সফরে আসছেন কয়েকজন মন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের আওয়ামীলীগ নেতা । সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মুজিবনগর জুড়ে কঠোর নিরাপত্তা ।
আমাদের মেহেরপুর ডট কমঃ আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস । মেহেরপুর মুজিবনগরের বৈদ্যনাথতলায় আম্রকাননে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২তম ঐতিহাসিক মুজিবনগর দিবসকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এদিকে মুজিবনগর দিবসে বেশকয়েকজন মন্ত্রী ও আওয়ামীলীগ নেতার আগমন উপলক্ষে সারা মেহেরপুর জেলা সেজেছে বর্ণিল সাজে জেলার শতাধিক পয়েন্টে তৈরি করা হয়েছে শতাধিক তোরণ । মজিবনগর দিবস উপলক্ষে শেখ হাসিনা মঞ্চে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে প্রভাবশালী কয়েকজন মন্ত্রী সহ আওয়মীলীগের শীর্ষ নেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অপরদিকে যে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা এড়াতে মুজিবনগর সহ গোটা জেলায় নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থ্যা করেছে মেহেরপুর পুলিশ প্রশাসন। এ বিষয়ে মুজিবনগর থানার ওসি রবিউল হোসেন জানান মুজিবনগর থানা আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যাতে কোথও কোন বিশৃঙ্খলা ঘটতে না পারে।