রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের জন্য প্রস্তুত করা হয়েছে মেহেরপুরের দুটি আসনের ১৭৮টি ভোট কেন্দ্র। শনিবার ভোটের সকল সরঞ্জাম প্রেরণ করা হয়। সদর উপজেলা রির্টানিং অফিসার মেহেরপুর-১ আসনের (সদর-মুজিবনগর) ৯৮ টি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করছেন। অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের ৮০টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাবৃন্দ বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে ১ জন
পুলিশ সদস্য, ১ জন অস্ত্রধারী আনছার সদস্য ও ১০ জন আনছার সদস্য (নিরস্ত্র) দায়িত্ব পালন করবেন। গুরুত্বপুর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি আরো একজন আনছার সদস্য দেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ট পরিবেশ নিশ্চিত করতে কয়েকক স্তুরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।