থ্রি জির উদ্ভোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।

থ্রি জির উদ্ভোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।

থ্রি জির উদ্ভোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।বিশ্ব বাজারে য়খন ৫ জি গবেষনা চলছে তখন বাংলাদেশে প্রযুক্তি বিপ্লব ঘটাতে থ্রিজি সহায়ক ভুমিকা পালন করবে । এর মধ্যদিয়ে মোবইল ইন্টারনেট খাতে টেলিটকের ক্ষেত্রে সম্ভাবনার নতুন  সম্ভাবনার নতুন দিক উম্ম্চত হবে । দেশে প্রথম বারের মত বহুল আলোচিত থ্রি জির উদ্ভোধন কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন-  মোবাইল ফোন প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর সমকক্ষ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন মাইলফলক স্পর্শ করল। থ্রিজি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এতে করে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে। ঙ্গবন্ধু আন্তরজাতিক মিলয়াতন কেন্দ্রে  ডাক ও ে টলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের সভাপতি্েবত্ব এ অুনষ্ঠানে প্রধান অতিথি প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও ে টলিযোগাযোগ সচিব সুনিল কান্তি বোস ও চীনের রাষ্ট্রদুত লি জু  এবং  প্রধান মন্ত্রীর তনয় প্রযুক্তিবিদ সজিব ওয়াজেদ জয় ।

বাংলাদেশ