বারবার আমঝুপি গ্রামেই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতংকের পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভূষিমাল ব্যবসায়ী মারু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, আমঝুপি দক্ষিণ পাড়ার মৃত কিবরিয়া শেখের ছেলে ভূষিমাল ব্যবসায়ী মারু শেখের বাড়িতে ১০/১৫জনের সশস্ত্র ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে লুটপাট চালায়। এসময় ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা, ৫ভরি সোনার গয়না ও জিনিসপত্রসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে স্থান ত্যাগ করে।
এদিকে বারবার আমঝুপি গ্রামেই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে আতংকের পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে। গত চার মাসে অন্তত ১০/১২টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ইতি পূর্বে আমঝুপি ইউনিয়নের তথ্য উদ্যে ক্তা টিটুর রাত ২ টার দিকে নিজ বাড়িতে বৃদ্ধা্গংুল কেটে নেই , এ মাসের প্রথম দিকে নুরু নামের এক জনের পা কেটে দিলে চিকিৎসক পরে পা বাদ দিতে বলে । তাই বেপরোয়া হয়ে উঠেছে ডাকাতদলের সদস্যরা। এমনই মন্তব্য স্থানীয় ও ভূক্তভোগীদের।