বিভিন্ন অনিয়মের অভিযোগে গাংনীর বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে .১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার সকাল ১০টা থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে প্রকাশ, বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্ন অবস্থায় স্বাস্থ্য সেবা প্রদানের দায়ে গাংনীর মুক্তি ডায়াগনস্টিক সেন্টারকে ২হাজার টাকা, হুদা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ২ হাজার টাকা, জোড়পুকুরিয়া বাজারের ওজনে কারচুপি ও যত্রতত্র মালামাল রাখার দায়ে টোকন হার্ডওয়ারের ২হাজার টাকা ও কাফিরুল ফানিসার্সে ২ হাজার টাকা এবং বৈধ কাগজপত্র না পাওয়ায় একটি ট্রাক (যার নং- কুস্টিয়া ট- ১১- ০০১৭)কে ৫শ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়াও বামন্দি বাজারের মেয়াদোত্তির্ণ ওষধ রাখার দায়ে ফাতেমা ফার্মেসীকে আড়াই হাজার টাকা ও টকি মেডিকেল হলের আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টীম এ অভিযানে সহায়তা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় হিসাব সহকারী হানজালা উপস্তিত ছিলেন।