সীমান্তে হত্যাকান্ড কোনভাবে গ্রহণযোগ্য নয়।

সীমান্তে হত্যাকান্ড কোনভাবে গ্রহণযোগ্য নয়।

38492_borআমাদের মেহেরপুর ডট কমঃ

সীমান্তে হত্যাকান্ড কোনভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সীমান্তে ঘটা প্রতিটি হত্যাকাণ্ডে আনুষ্ঠানিকভাবে আমরা ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছি-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন। তিনি আজ সোমবার সকালে বিজিবির পিলখানা সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিজিবির চারটি আঞ্চলিক সদর দপ্তর গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, যশোর ও সরাইলে এসব সদর দপ্তর রয়েছে। সীমান্ত এলাকায় সীমান্ত পারাপারে অসচেতনতার কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে। 

 এ সময় তিনি বলেন, যেসব বাংলাদেশি অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকবে, তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তবে জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে, যাতে করে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ঢুকে না পড়ে।সীমান্তে হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি  পারাপারের অসচেতনাকে দায়ি করলেন ।

বাংলাদেশ