শাহবাগের সমাবেশে  তরুন সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে”- বিরোধী নেতা খালেদা জিয়া –

শাহবাগের সমাবেশে তরুন সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে”- বিরোধী নেতা খালেদা জিয়া –

34747_khaleda-zia” শাহবাগের সমাবেশে তরুন-তরুনীদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম।   জনগণের ক্রোধকে ধামাচাপা দেয়ার জন্য সরকারের নানা অপকৌশল ও চক্রান্তজাল থেকে সজাগ থেকে   জনগণের মধ্যে স্পষ্ট ধারণা সৃষ্টি করতে হবে   যে, শাহবাগের এই আন্দোলন দলমত নির্বিশেষে তরুন সমাজের আন্দোলন। তরুন সমাজকে দলীয়করণের অপকৌশল সম্পর্কে সজাগ হতে হবে”–আজ এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী নেতা খালেদা জিয়া শাহবাগের সমাবেশে তরুন-তরুনীদের কাছে এ আহ্বান জানান। শাহবাগ চত্ত্বরে সরকারের ভয়াবহ অপকীর্তিগুলো যুক্ত করে একটা সার্বজনীন আন্দোলনের সম্ভাবনাকে ব্যর্থ করতে ক্ষমতাসীনমহলের সুদুরপ্রসারী চক্রান্ত সম্পর্কেও তরুণ-তরুণীদের  সচেতন থেকে   তাদের মঞ্চে ক্ষমতাসীন জোটের কর্মীদের তৎপরতা থাকলে তা মানুষকে সন্দিহান করে তুলবে।

চার বছরে মহাজোট সরকারের অপকর্মের তীব্রতা এত বেশী যে, জনগণের ক্ষোভ আর ছাইচাপা থাকছে না; আগ্নেয়গিরির অগ্যৎপাতের মতো উদগীরিত হচ্ছে। তাই জনগণের ক্রোধকে ধামাচাপা দেয়ার জন্য সরকার নানা চক্রান্তজাল বুনে যাচ্ছে। তবে চক্রান্তের ঘূর্ণাবর্তে জনগণকে কখনোই বিভ্রান্ত করা যায় না। মহাজোট সরকারের অপশাসন টিকিয়ে রাখতে  বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে দলন করে আসছে অপহরণ ও গুপ্তহত্যার মত নৃশংস পথ বেছে নিয়েছে। বিরোধী দলের সংবিধান প্রদত্ত অধিকারগুলো দুঃশাসনের নিষ্ঠুর র্যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ড. পিয়াস করিম, ড. আসিফ নজরুলের মতো দেশ ও দশের প্রতি সহমর্মী, সত্যনিষ্ঠ ও দৃঢ়চেতা সাংবাদিক ও শিক্ষাবিদদের হুমকি দেয়া হয় তাহলে শাহবাগ আন্দোলনের স্বাতন্ত্র্যবৈশিষ্ট্য ক্ষুন্ন হবে বলে জনগণ মনে করে।

রাজনীতি