রক্তচক্ষু দেখিয়ে আমার দেশকে তার আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না: মাহমুদুর রহমান

রক্তচক্ষু দেখিয়ে আমার দেশকে তার আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না: মাহমুদুর রহমান

গতকাল থেকে এখন পর্যন্ত দৈনিক আমার দেশ কার্যালয়েই আছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে সাইবার আইন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গতকাল সন্ধ্যায় মামলা দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান। এরকিছুক্ষন আগে রুল জারি করে হাইকোর্ট। গতরাতে এ ব্যাপারে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। রক্তচক্ষু দেখিয়ে আমার দেশকে তার আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না। আমি কারাগারে থাকি, জীবিত থাকি অথবা মারা যাই আমার দেশ তার আদর্শ থেকে বিচ্যুত হবে না। আমার দেশ কার্যালয় থেকে একটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আমি এখন বসে আছি পুলিশের জন্যে। হোয়াট  ডু ইউ মিন বাই মুক্ত থাকা? কিসের মুক্ত? বাংলাদেশে কে মুক্ত আছে? বাংলাদেশ একটা ৫৪ হাজার বর্গমাইলের কারাগার। ১৬ কোটি মানুষ এখানে জেলে আছে। এখানে একটা মানুষের, একটা মানুষ, একটা ব্যক্তি এবং একটা পরিবারের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ