মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রী উত্ত্যেক্তার প্রতিবাদ করাই যুবদল নেতা খুন।

মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রী উত্ত্যেক্তার প্রতিবাদ করাই যুবদল নেতা খুন।

gagni mapফারখ আহমেদ আমাদের মেহেরপুর ডট কমঃ মেহেরেপুররে গাংনী উপজেলার ধানখোলা গ্রামে ছাত্রী উত্ত্যেক্ত করাকে কন্দ্রে করে সৃষ্ট সংর্ঘষে আহত মিলন হোসেন (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার রাত ১ টার দিকে ঢাকা মেডিকলে কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন মারা যায়। নিহত মিলন হোসেন ধানখোলা গ্রামরে মৃত রিয়াজ উদ্দীনের ছেলে ও ধানখোলা ইউনয়িন যুবদলের সাংগঠনিক সম্পাদক। গত ২৫ র্মাচ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ছাত্রীকে উত্ত্যেক্ত করাকে কন্দ্রে করে সৃষ্ট সংর্ঘষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছিল। নিহত মিলনের পরিবার থেকে জানানো হয়, মিলনের ভাই কবিরের মেয়ে ও স্থানীয় ধানখোলা মাধ্যমকি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের মহাসিনের ছেলে শাওন র্দীর্ঘদিন যাবৎ উত্ত্যেক্তা করে আসছিল। ওই দিন দুপুরের দিকে শাওনকে ডেকে মিলন চড় মারে। এ ঘটনার জের ধরে র্পূব পরিকল্পিতভাবে সন্ধ্যার দিকে একই গ্রামরে মৃত রমজান আলীর ছেলে কাজল ও আব্দুল হান্নানরে ছেলে রিপন ও তাদের লোকজন হামলা করে মিলন ও আব্দুর রহিমরে ছেলে মন্টুকে আহত করে। আহত মিলনকে উদ্ধার করে গাংনী ও পরে  কুষ্টিয়া জেনারলে হাসপাতাল থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা । সেখানেই তার মৃত্য ঘটে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান জানান, এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। তিনি বলেছেন, হত্যাকারীরা আওয়ামীলীগের হওয়ায় মামলা হওয়ার পরেও হত্যকারীরা পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছ। এ ব্যাপারে গাংনী থানার অফিসার  ইনর্চাজ (ওসি) আলমগীর হোসেন জানান। আসামী ধরার জন্য অভিযান চালানো হয়েছে আসামীরা প্রকাশ্যইে ঘুরছে বলে যে অভিযোগ করেছে নিহতের পরিবাররে পক্ষ থেকে সেটা সঠিক নই বলে তিনি দাবী করেন।
মেহেরপুর সংবাদ