পাকিস্তান সরকার বেলুচিস্তানের ক্ষমতাসীন প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছে।

পাকিস্তান সরকার বেলুচিস্তানের ক্ষমতাসীন প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছে।

38494_bel পাকিস্তান সরকার বেলুচিস্তানের ক্ষমতাসীন প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করেছে। সেখানে বর্তমানে গভর্নরের শাসন জারি রয়েছে। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ গতকাল এ ঘোষণা দেন। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় গত বৃহস্পতিবারের হামলায় বহু প্রাণহানির পর শিয়া সম্প্রদায়ের দাবির মুখে এ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী হাজারা শিয়া সংস্থার নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন। তারা প্রাদেশিক সরকারকে বরখাস্ত করার দাবি জানাচ্ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির সরকারকে বরখাস্ত করায় প্রদেশের শাসনক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে চলে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, আমরা ২ মাসের জন্য বেলুচিস্তানে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত নিয়েছি। হামলার পর শিয়া সম্প্রদায়ের মুসলমানরা নিহতদের মৃতদেহ নিয়ে আন্দোলন শুরু করে। হামলার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। শিয়া কনফারেন্সের সভাপতি সৈয়দ দাউদ আগা বলেছিলেন, প্রাদেশিক সরকার ভেঙে প্রশাসনিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নিশ্চয়তা না দেয়া পর্যন্ত নিহতদের লাশ দাফন করা হবে না। এ দাবির বিষয়ে শিয়া প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করে সরকার ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক