দেশের মানুষ হরতাল নৈরাজ্য-সংঘাতের রাজনীতি দেখতে চায় না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়–সাবেক প্রেসিডেন্ট  এরশাদ

দেশের মানুষ হরতাল নৈরাজ্য-সংঘাতের রাজনীতি দেখতে চায় না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়–সাবেক প্রেসিডেন্ট এরশাদ

62403_ersadরাজধানীর ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ বলেছেন,  যে দল জিতবে তারা ক্ষমতায় যাবে। আর যে দল হারবে তারা বিদায় নেবে। দেশের মানুষ হরতাল নৈরাজ্য-সংঘাতের রাজনীতি দেখতে চায় না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়।

ইফতার পার্টিতে সব দলের নেতারা অংশ নিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। মনে হয় মিলনমেলা। এ অবস্থা যদি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বজায় থাকতো, তাহলে কতোই না সুন্দর হতো জীবনটা। আমি খুব খুশি হয়েছি, আপনারা এসেছেন   ।  গণতন্ত্রের উত্তোরণে সকলে মিলে কাজ করি। এই হোক আমাদের আজকের শপথ।  সকলকে শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন,  তাই।সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারলে কতইনা ভালো হত।  ।

সাবেক প্রেসিডেন্ট  এরশাদ  ইফতার পার্টিতে দেশের শীর্ষ রাজনীতিক, কূটনৈতিক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবীর মিলন মেলা বসে।প্রথম বারের মতো এরশাদের অনুষ্ঠানে যোগ দেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।একসময়ে জ্যেষ্ঠনেতা ও ভাইস প্রেসিডেন্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার,   বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এতে আরো অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল  অলম হানিফ, সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ,  ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেএসডির সভাপতি আসম আব্দুর রব,কল্যান পার্টির লে:জে: (অব.) সৈয়দ মুহম্মদ র্ইরাহিম, নাগরিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব উল আলম,  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালদ্বীপ,সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।  এরশাদের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, কুয়েত, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।   ।

সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ইন্ডিপেন্ডেট সম্পাদক মাহবুবুল আলম,  যুগান্তর সম্পাদক সালমা ইসলাম। জাতীয় পার্টির উপস্থিত নেতাদেও মধ্যে  ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ,ফিরেজ রশীদ প্রমুখ।   ।

বাংলাদেশ